মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশ প্রেরনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়
মঙ্গলবার ( ৮ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় মদন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহানুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরি সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগন।
আলোচনার সভার পূর্বেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে বেগম মুজিব অস্থায়ী মঞ্চে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মদন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদ, মদন পৌরসভা,মদন থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরোও বিভিন্ন সংগঠন। আলোচনা শেষে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply