আজ (৩০ জুলাই) রবিবার দুপুরে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন এর নেত্রকোণা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের আয়োজনে জেলা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সুজন সভাপতি শ্যামলেন্দু পাল।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক,আলপনা বেগমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এসময় দীর্ঘ এই পথ চলায় নেত্রকোণার বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় নেত্রকোনার সাংবাদিক ও টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক শাহেদ পারভেজ,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ আরও অনেকেই।
এরআগে শুভেচ্ছা বক্তব্য দেন নিউজ টুয়েন্টিফোর এর নেত্রকোণা সংবাদকর্মী সোহান আহমেদ কাকন।
এছাড়াও বক্তব্য রাখেন: যমুনা টেলিভিশনের সাংবাদিক কামাল হোসেন, এনটিভির সাংবাদিক ভজন দাস, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী,মাইটিভি সাংবাদিক আনিছুর রহমান, বাংলা নিউজের সাংবাদিক আব্দুর রহমান,দেশ টিভির সাংবাদিক মাহমুদুল হাসান সংস্কৃতিকর্মী মনোয়ার হোসেন মামুন,পূর্বধলার মৎস্য ব্যবসায়ী মাহাবুবুল আলম মাসুমসহ আরও অনেকেই।
এ সময় বক্তারা টেলিভিশনটির উত্তর উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। ঘন্টাব্যাপী চলা আলোচনা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ নেতৃবৃন্দ।
Leave a Reply