বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

নেত্রকোনায় দীর্ঘ ০৭ বছর পর জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৭ পঠিত

নেত্রকোনায় নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সন্মেলন,আজ শনিবার বেলা সোয়া ১২টায় পৌর শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।অতিথিদের স্বাগত জানিয়ে থিম সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.খায়রুল হাসান লিটু ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হাসান খান অভ্র।

সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন,সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং,সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান (ভিপি)লিটন,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল,জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল,জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু,অধ্যাপক ভজন সরকার,প্রশান্ত কুমার রায় প্রমূখ।

নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে ২০১৫ সালে। প্রায় আট বছরের মাথায় আজ শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এর আগে জেলার ১০টি উপজেলাসহ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সন্মেলনে যোগ দেন।

দলীয় সূত্রে জানা গেছে : ২০১৫ সালের ২৮ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মো.মারুফ হাসান খান সভাপতি ও মো.খায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত ২০১৯ সালের ১৯ জানুয়ারি ১০৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ফলে প্রায় আট বছরের মাথায় আজ সম্মেলন হচ্ছে।

সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই নেত্রকোনা আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটির নতুন নেতৃত্বে কারা আসছেন,তা নিয়ে শুরু হয় গুঞ্জন। আজ কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠনের মধ্য দিয়ে এই গুঞ্জনের অবসান হতে পারে।সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে সম্মেলনস্থল,শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে।সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ডজন খানেকের ওপরে পদপ্রত্যাশী আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News