বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

বারহাট্টায় তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৬ পঠিত

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বারহাট্টা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় তিনি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি ও উপকরন সংরক্ষণাগার একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন: বর্তমান সরকার,কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। কৃষি ক্ষেত্রে সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে তা আজ এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কৃষকদের মাঝে কৃষকরত্ন হিসেবে রয়েছেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন: জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান,বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, বারহাট্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের বারহাট্টার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুল কাদির মাইজভান্ডারি সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News