আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে আগামী কাল ২৮ জুলাই নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হবে।
খেলা উপলক্ষে নেত্রকোনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নেত্রকোনা জেলা ফুটবল এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা সাবেক ফুটবলার হায়দার হাজান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক,সাবেক কৃতি ফুটবলার ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জয় ফুটবল একাডেমির কোচ জাতীয় ফুটবলার অমিত খান শুভ্র,সাংবাদিক এম ফকরুল হক,সাবেক ফুটবলার আব্দুল কাদির,জাতীয় দলের ফুটবলার পাপন সিংহ সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ খান জয় বলেন: জেলার খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরির জন্য আরিফ খান জয় ফুটবল একাডেমি গঠন করা হয়েছে, প্রীতি ফুটবল ম্যাচ দর্শকদের আনন্দ দিবে এবং খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।
Leave a Reply