জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে বৃহস্পতিবার সকালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়াল্ড সামার গেমস ২০২৩-এ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়ী কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী মো.পাইরিম মিয়াকে গণসংবর্ধনা প্রদান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে সবসময় বিশেষ দুষ্টি রেখেছেন।তাদের কল্যাণে যা যা করণীয় তাই করছেন। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারন সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম প্রমুখ।
Leave a Reply