নেত্রকোনার কলমাকান্দায় পালিত হয়েছে “ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস”১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন ৭ মুক্তিযোদ্ধাসহ ১ কিশোর।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ,কলমাকান্দা উপজেলা কমান্ড,নেত্রকোনা জেলা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতি বছরের ন্যায় বুধবার দিবসটি পালিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে: সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা সাত শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,জেলা প্রশাসক শাহেদ পারভেজ,জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল,পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান(ভিপি) লিটন সহ মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে লেংগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ যুদ্ধে শহীদ হন মো: জামাল উদ্দিন,ডা. আব্দুল আজিজ.মো: ফজলুল হক,ইয়ার মাহমুদ,ভবতোষ চন্দ্র দাস,মো: নূরুজ্জামান,দ্বীজেন্দ্র চন্দ্র দাস ও কিশোর কালা মিয়া। ১৯৭১ সালের ২৭ জুলাই সন্ধ্যায় কলমাকান্দা লেংগুরার ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলারের কাছে তাদের সমাহিত ও দাহকার্জ সম্পন্ন করা হয়।
Leave a Reply