নেত্রকোণার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম ভূঁইয়া স্যারকে অবসর জনিত কারণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো.এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
সহকারী শিক্ষক শওকত জামানের সঞ্চালনয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দ প্রমূখ ।
এসময় কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জামিরুল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছমত জাহান শারমিন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল অতিথিবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূঁঞার উদ্দেশ্যে বলেন, আপনার অবসর সময় ভালো কাটুক, সুন্দর কাটুক,পরিবার-পরিজন নিয়ে আগামী দিনগুলো সুখময় হউক মহান সৃষ্টিকর্তার এই কামনাই করি।
পরে বিদায়ী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়াকে কেন্দুয়া উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ তাদের ভালবাসার নিদর্শন স্বরুপ, স্মৃতিতে রাখার জন্য পবিত্র কোরান শরীফ, জায়নামাজ, তসবিহ, টুপি, পয়জামা-পাঞ্জাবী, চশমা,স্বর্ণের চেইন,ফুলের তোরা এবং মানপত্র নানান জিনিসপত্র উপহার হিসেবে দেন।
শেষে বিদায়ী শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া আবেগে আপ্লূত হয়ে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply