ভবিষ্যতে আজীবন মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। সুখে দুঃখে সার্বক্ষনিক মানুষের পাশে থাকতে চাই। উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়নের রাখতে চাই বিশেষ ভুমিকা। নেত্রকোনার পূর্বধলায় গত রবিবার বিকেলে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
এ সময় তিনি আগামীতে এই আসনে দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন: আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় আনতে হবে। উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী বঙ্কিম চন্দ্র সরকার।
উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সারোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক আহনাফ হোসেন, উপজেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী নাজিম উদ্দিন, মো: শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজোয়ান মাসুদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, একেএম মাজহারুল ইসলাম রানা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবর, এটিএম শামসুর সিরাজ রিয়েল, সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, যুবলীগ নেতা আকাঈদুল ইসলাম, হারুন অর রশিদ, মুকুল কায়সার, লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: শাহাদাত হোসেন প্রমুখ।
Leave a Reply