নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক মো: আবুল কালাম ভুঁইয়া মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৩ জুলাই) রাত ৩ টায় অসুস্থতা জনিত কারণে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন ।
তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ ভুইয়া সাহেবের ছেলে।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। উনি স্ত্রী, মেয়ে ও আত্নীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি গোপালপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে বিএসসি শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম খান,সভাপতি কামরুজ্জামান জুম্মান, বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বাঙ্গালী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মরহুমের পরিবারের প্রতি গভীর শোক জানান ও শোকসম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
Leave a Reply