নেত্রকোনার কেন্দুয়ায় জরুরী রক্ষণাবেক্ষণ প্রকল্পের (এলজিএস) আওতায় ২০ জন মহিলা কর্মী ও ১ জন সুপার ভাইজাদের মাঝে প্রায় ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী উদ্যোগে পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো.মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূৃঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা প্রমূখ।
স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো.মোজাম্মেল হোসেন বলেন, আমরা জরুরী রক্ষণাবেক্ষণ থেকে আয় করা টাকা থেকে ২০ জন মহিলা কর্মী ও ১জন সুপারভাইজাদের মধ্যে প্রায় ২৩ লাখ ৪৬ হাজার বিতরণ করা হয়েছে।
উপকারভোগীর মধ্যে সুপার ভাইজার ইমরান হাসান সৈকত, মহিলা কর্মী নার্গিস আক্তার, আয়েশা আক্তার, নূরজাহান বেগম সহ মোট ২১ জনের মধ্যে এসব চেক বিতরণ করেন।
উপকারভোগী আয়েশা আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন,আমরা দিন মুজর মানুষ। উপজেলা প্রকৌশলী অফিস রক্ষণাবেক্ষণ (এলজিএস) টাকা থেকে আয় করে আমাদেরকে দিয়েছে। সেইজন্য উপজেলা প্রকৌশলীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া,মো.ফজলুর রহমান,মো.আব্দুস সালাম বাঙ্গালী,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ চেক উপকারভোগী ২১ জন উপস্থিত ছিলেন।
Leave a Reply