নেত্রকোনার কেন্দুয়ায় পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার পৌর আওয়ামীলীগের উদ্যোগে সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বিশেষ বর্ধিত সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি অসীম কুমার উকিল বলেন, আমি সকল নেতৃবৃন্দের অভাব অভিযোগ শুনেছি। বর্ধিত সভার মাধ্যমেই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীককে বিজয়ী করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি জানান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া প্রমূখ।
এছাড়াও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের মধ্যে দ্বিধা-দন্ধ ভুলে গিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কিভাবে নৌকাকে বিজয়ী করা যাবে সে লক্ষ্যে পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply