সর্ব ধর্ম্ম মিশন অন্তর্গত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে লব চন্দ্র মনোরমা আশ্রমের ২৯ তম প্রতিষ্টা বার্ষিক উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় সাচনা বাজার আশ্রমে ২৯ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সর্ব ধর্ম মিশন এর সভাপতি প্রভাত কান্তি পাল।
শিষ্য সুভাষ চন্দ্র পাল এর সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন লব চন্দ্র মনোরাম আশ্রম এর সাধারণ সম্পাদক কাজল চন্দ্র পাল। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম।
বিশেষ অতিথি আঘর তলা ভারত থেকে আগত ধর্ম প্রচারক তপন কুমার চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলফগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সম্মিলিত অবস্থা সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হবে।
পাশাপাশি তিনি আশ্রমের রাস্তা ও নিরাপদ পানির সুব্যবস্থা সহ আশ্রমে নগদ অর্থ সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। পরে তিনি আঘর তলা ভারত থেকে আগত ধর্ম প্রচারক তপন কুমার চৌধুরী সহ সকলকে ধন্যবাদ জানান। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
Leave a Reply