নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যু মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ ও কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক অপু উকিল।
কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঁইয়া, নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বাবু লিটন চন্দ্র পন্ডিত প্রমূখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত সকলকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সভাপতি বাবু অনিল চন্দ্র ভদ্র ও সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।
Leave a Reply