নেত্রকোণায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত বিবিএমর ভবিষ্যৎ ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিভাইস ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
কেন্দুয়া উপজেলার মাধ্যমিক স্তরের ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে নবম-দশম শ্রেনীর ২৩১জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট বিতরণ করা হয়।
সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল উপস্থিত থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বলেন: দেশকে স্মার্ট করতে হলে শিক্ষার্থীদের ও স্মার্ট হতে হবে এবংস্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে। তারাই আগামীতে স্মার্ট দেশের নেতৃত্ব দিবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা প্রমূখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ মেধাবী শিক্ষার্থীবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply