উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ হাসানুজ্জামান রাফি পূ্র্বধলা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১২ জুলাই ) সন্ধ্যায় পূ্র্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
পূর্বধলা উপজেলা প্রসাশনের আয়োজনে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করে মনোনয়ন পত্র দাখিল করেছেন পূ্র্বধলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ হাসানুজ্জামান রাফি।
উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয় অর্জনের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ হাসানুজ্জামান রাফি।
এই জন্য তিনি পূর্বধলা উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ হাসানুজ্জামান রাফি তার বক্তব্যে বলেন, দীর্ঘ বিরতির পর প্রসাশনের আয়োজন উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পূর্বধলা উপজেলার ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আসন্ন নির্বাচনে বিজয় অর্জনের জন্য সকল ভোটার ও শুভাকাঙ্খীদের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, আমি সকলের পরামর্শক্রমে সুন্দরভাবে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্। তিনি সামগ্রিক প্রেক্ষাপটসহ নির্বাচনের সকল বিষয় আলোকপাত করেন।
এ সময় সাংবাদিক বক্তারা বলেন, উপজেলা ক্রীড়া সংস্থা খুবইগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে বর্তমান পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি নিঃসন্দেহে একজন যোগ্য প্রার্থী। তিনি একদিকে যেমন নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে, অপরদিকে পূর্বধলা উপজেলাকে ক্রীড়াঙ্গেন আরো শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবেন।
পূ্র্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের পরিচালনায় উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ হাসানুজ্জামান রাফি’র সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব,পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, নূর আহাম্মদ খান রতন, মোহাম্মদ আলী জুয়েল, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল ইসলাম, পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসি ক্লাবের সাবেক সভাপতি কেবিএম নোমান শাহরিয়ার, বৈশাখী ছাত্র সংঘের সভাপতি ও পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য শাহ্ মোস্তাফিজুর রহমান রাজিব, পূ্র্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল, শহিদুল আলম মামুন, মোস্তাক আহমেদ খান, আল মনসুর, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম খান, আরবান এর কো-অর্ডিনেটর আবুল আরশাদ, পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, ওয়াসিম সরকার, মিঠু সরকার, আবদুল্লাহ-আল মামুন, নাহিদুল ইসলাম আলম প্রমুখ। এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ হাসানুজ্জামান রাফি’র সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ আলমগীর বাশার সুমন, সাধারণ সম্পাদক রেজভী মোহাম্মদ তুষার, রাজপাড়া স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান পাঠান, রাজপাড়া স্পোটিং ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজপাড়া স্পোটিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ খান রাজু।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ক্রীড়া সংস্থা নির্বাচনে পরামর্শ দেবার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply