সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোহাম্মাদ শাহাব উদ্দিন,ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল নুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান প্রভাষক সঞ্চয় রায় চৌধুরী, জুবায়ের পাশা হিমু, মোজ্জাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি- সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন: উপজেলা বিভিন্ন পাকা ও কাঁচা রাস্তা নির্মাণ কাজ অব্যাহতি রয়েছে, দূর্যোগের প্রস্তুতি থাকতে হবে। যে কোন সময় যে কোন প্রাকৃতিক দূযোগে মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন: বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের প্রতি আন্তরিক,তিনি হাওরের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে নিয়োজিত রয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
Leave a Reply