নেত্রকোনার কেন্দুয়ায় পৌরসভার মেইন বাজারে অগ্নিকাণ্ডে এক মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
বুধবার (১২ জুলাই ) ভোররাত পৌনে চারটায় পৌরসভার মাাছুয়া বাজারের (ডাইল পট্টি) সবচেয়ে বড় মেসার্স শোভা স্টোর নামক মুদির দোকানে এঅগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানটির স্বত্বাধিকারী শ্রী তাপস পোদ্দার।
পাশ্ববর্তী ব্যবসায়ী বরাতে জানা যায়, এই মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দোকানসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র ও মালামালসহ আনুমানিক ৫০-৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
তার মুদি দোকানটির অবকাঠামো বিল্ডিং থাকায় আগুন অন্য দোকানে ছড়াতে পারে নাই, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনও সময় মতো এসে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই জন্য আমরা পাশের ব্যবসায়ীরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে গেছি।
কেন্দুয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভোর চারটায় ঘটনা স্থলে পৌঁছে দোকানের শাটার খুলে স্থানীয়জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।
তিনি আরও বলেন: মূলত মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এঅগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এআগুনে প্রায় ৫০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক কতৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত তাপস পোদ্দার বলেন : সর্বনাশা আগুনে আমার মুদি দোকানে থাকা নগদ অর্থসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়ে গেল। যে পরিমান ক্ষতি হয়েছে তা পুষিয়ে আবার ব্যবসায় ফেরা আমার পক্ষে প্রায় অসম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেন তিনি।
সরেজমিনে পাশের মুদির দোকানের মালিক সুধীর ঘোষের সাথে কথা হলে তিনি জানান, তাপস পোদ্দার মেছুয়া বাজারে (ডাইল পট্টি) সবচেয়ে বড় ব্যবসায়ী। তার দোকানে সবসময় মাল পর্যাপ্ত থাকে।
ভোর রাতে মেছুয়া বাজারের হঠাৎ বৈদ্যুৎিক শর্ট সার্কিট আগুন লাগার মধ্য দিয়ে সবচেয়ে বড় মেসার্স শোভা স্টোর নামক মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে এরকম প্রশ্ন করা হলে তিনি জানান, তার দোকানে ভ্যারাটিজ ধরনের আইটেমের সমারোহ ছিল। আমার পক্ষে আন্দাজ করা খুবই কঠিন তবে সবাই বলা বলি করছে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের খোঁজ খবর নেন।এসময় তিনি বলেন: আমরা আমাদের সাধ্যমতো তাদের সহযোগিতা করব। ক্ষতিগ্রস্ত দোকান মালিককের সাহায্যের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
Leave a Reply