নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) ও একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন : ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায় : আজ দুপুরে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল,পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
এ সময় চালকসহ ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply