নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের নিতাই চন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী রানী দাস (৭০) হাওড়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান খালিয়াজুরীর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামে এক বৃদ্ধা মহিলার বাড়ীর পাশে ঘাটে স্নান করতে যায় (৯ জুলাই) বিকাল আনুমানিক চারটার দিকে হাওড়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এলাকাবাসী আরো জানায় : রবিবার বিকাল চারটার দিকে বাড়ির পাশে হাওড়ের পানিতে বৃদ্ধা মহিলা স্নান করতে গেলে অনেক সময় পাড় হয়ে গেলে ঐ মহিলা ঘরে ফিরে না আসায় মহিলাকে না পেয়ে বিভিন্ন বাড়ীতে খোঁজাখুঁজি পর বাড়ীর পাশে হাওড়ের পানিতে বৃদ্ধা পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানার খবর দেয়।
খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে একটি তদন্ত টিম ঘটনাস্থলে এসে মহিলাটিকে মৃত দেখতে পায়। উল্লেখ্য মৃত মহিলার কোন সন্তানাদি না থাকায় এলাকার বাসীর আবেদনের প্রেক্ষিতে লাশ সৎকার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: যেহেতু মৃত মহিলার সন্তানাদি নাই এবং তার সাবিত্রী রানীর স্বামীও বৃদ্ধ ও অন্ধ হয়ে জীবান যাপন করছে তাই মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে তবে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
Leave a Reply