নেত্রকোনায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত বিবিএম এর ভবিষ্যৎ ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিভাইস ট্যাবলেটসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার মাধ্যমিক স্থরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই ট্যাবলেট বিতরণ করা হয়।
রবিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মোশাররফ হুসেনসহ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীরা।
পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ওই ট্যাবলেট বিতরণ করা হয়।
Leave a Reply