নেত্রকোণার সদর উপজেলাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ -নেত্রকোণা মহাসড়কের পশ্চিম পাশে মা স্টোর নামক পূর্ব মুখী মনোহারী দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চেকপোস্ট অভিযানে ১১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ আমিনুল ইসলাম আমিন (২৮) নামে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৭ জুলাই ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নেত্রকোণা পৌর শহরের মালনী (চালা মসজিদ) এলাকার সৈয়দ নজরুল ইসলাম এর ছেলে সৈয়দ আমিনুল ইসলাম আমিন (২৮) কে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের অভিযানে
নেত্রকোণা মডেল থানাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকাস্থ ঢাকা-নেত্রকোণা মহাসড়কের পশ্চিম পাশে মা স্টোর নামক পূর্ব মুখী মনোহারী দোকানের সামনে রাস্তার উপর উপ-পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মাইন উদ্দিন ও সিপাই আব্দুল্লাহ আল হাদী, মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং কোহিনুর ইয়াছমিন সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে
মাদকবিরোধী তল্লাশি অভিযান পরিচালনাকালে আসামির দেহ এবং বর্ণিত মোটর সাইকেল তল্লাশি করে তার পরিহিত সাদা রংয়ের পায়জামার ডান পকেট হতে ঢাকনাযুক্ত সাদা রংয়ের একটি ছোট প্লাস্টিক কৌটার ভিতর লালচে গোলাপি রংয়ের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট- ১১ (এগার) পিস,ওজন- ০১ (এক) গ্রাম উদ্ধারসহ ও চাবিসহ ১টি নীল-কালো রংয়ের HONDA নামীয় ১২৫ সিসি মোটর সাইকেল (যার চেসিস নং- PSOJC7290LH118497-JC72E-G-1018891) জব্দ করে (জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১,৫৩,৩০০/- এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৯(ক) এবং ১০ (ক)ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমীন বলেন : আসামী সৈয়দ আমিনুল ইসলাম আমিন একজন শীর্ষ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদক আইনে একাধিক মামলা রয়েছে ।
দীর্ঘদিন যাবৎ এলাকায় সে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাদক আইনে সরকারের জিরো টলারেন্স নীতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন : আজ মামলার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply