নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন পরশমনি (২০ ) নামে এক নারী । গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় : পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়।
শনিবার বিকালে পরশমনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। তিনি সন্ধ্যে ছয়টার দিকে লাইটের স্লুইস অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল বাশার বলেন : হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply