নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামে মোঃ রিপন মিয়ার মেয়ে মাউপি (৫) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮ জুলাই ) সকাল ১০টায় শিশু মাউপির নানার বাড়ি রাজাইল গ্রামে।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়: মাউপি গ্রাম এবং তার নানার একই গ্রামে। মৃত মাউপি রাজাইল গ্রামের আব্দুল হাই রানু মিয়ার নাতনী। তারা নানার বাড়ীতে বেড়াতে আসে। সকাল ১০ টায় সে তার খালতো বোনের সাথে পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পরে ডুবে যায়।
পরে বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, রাজাইল গ্রামের মোঃ রিপন মিয়ার মেয়ে মাউপি (৫) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।
কেন্দুয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, রাজাইল গ্রামের মোঃ রিপন মিয়ার মেয়ে মাউপি নানার বাড়িতে বেড়াতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।এ ব্যাপার কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Leave a Reply