বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

পূ্র্বধলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ০৪

রুহুল সরকার পূ্র্বধলা প্রতিনিধিঃ 
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪৬ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন। বুধবার ( ৫ জুলাই ) সকাল ১০টায় উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: মোঃ নুরুজ্জামান ( ৬৩ ), তার স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন (৫৫), নুরুজ্জামানের মেয়ে মোছাঃ নার্গিস আক্তার (৩০) ও নুরুজ্জামান এর ছেলে মোঃ আল-আমিন (২৭)। জানা যায়: পূ্র্বধলা উপজেলার পশ্চিম মৌদাম মৌজায় ২৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোঃ কামরুল ইসলাম খান ওরফে জুয়েলের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মোঃ নুরুজ্জামানের পরিবারের।

জমিটি নিয়ে নেত্রকোনা বিজ্ঞ আদালতে একটি মামলাও চলমান আছে। এমনকি উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারার আদেশ জারি করে। এমতাবস্থায় গত বুধবার সকাল ১০টায় মোঃ কামরুল ইসলাম খান এর ছোট ভাই মোঃ মজিবুর রহমান খান কৃষি যন্ত্রপাতি ও লাঠিসুটা এবং লোকজনসহ ট্রাক্টর নিয়ে হাল চাষ করতে থাকে। তখন নুরুজ্জামানের স্ত্রী হাজেরা খাতুন ও তার মেয়ে মোছাঃ নার্গিস আক্তার বাঁধা-নিষেধ করতে গেলে তর্ক-বিতর্ক শুরু হয়।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে মোঃ কামরুল ইসলাম খান ওরফে জুয়েল গংরা পূর্ব পরিকল্পিতভাবে কৃষি যন্ত্রপাতি ও লাঠিসুটা দিয়ে এলোপাথাড়ি হামলা করে মোঃ নুরুজ্জামানের হাতে, কোমরে ও পায়ের গোড়ালি আঘাত প্রাপ্ত হয়। তার স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন হাতে,কোমরে ও বুকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। নুরুজ্জামানের মেয়ে মোছাঃ নার্গিস আক্তারের পেটে ও পায়ে লাঠির আঘাতে গুরুতর জখম ও আল আমিনের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষির জখম করেছে। এসময় মোছাঃ নার্গিস আক্তার বাঁধা-নিষেধ করতে গেলে গলা চেপে ধরে ও চুলের মুঠি ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি-লাথি এবং তার শরীরের নিলা ফুলা জখম করে কাপড়-চোপড়ে ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়।

এ সময় তার গলায় থাকা আটানা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। এতে কৃষি যন্ত্র কোদালের আঘাতে এবং মারপিটে গুরুতর আহত হয় মোঃ নুরুজ্জামান ও তার স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত মোঃ নুরুজ্জামান বাদী হয়ে উপজেলার টিকুরিয়া গ্রামের মৃত ফজর উদ্দিন খান এর ছেলে মোঃ কামরুল ইসলাম খান ওরফে জুয়েল ( ৪৫), মোফাজ্জল হোসেন খান (৫০), মোঃ মুজিবুর রহমান খান (৪০), মোঃ মুজিবুর রহমান খান এর ছেলে সৌরভ খান (২০), মোঃ হাসেন আলী খানের ছেলে মোঃ রাসেল খান (৩৫), মৃত আব্দুল জব্বার খান এর ছেলে মোনায়েম খান (৪০), মোঃ হাশিম খান (৫১), মৃত আফছর উদ্দীনের ছেলে মোঃ শাজাহান খান (৫৫) ও মোঃ দুলাল খান (৪৮) নয় জনের বিরুদ্ধে পূ্র্বধলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

তারা সবাই উপজেলার ৭ নং আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের বাসিন্দা। এবিষয়ে অভিযুক্ত বাড়হা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম খান ওরফে জুয়েল বলেন, এটা তার বাবার পৈতৃক সম্পত্তি গত চল্লিশ বছর ধরে চাষাবাদ করে আসছিল।

এই বছর কিছু দিন পূর্বে নুরুজ্জামান গাছ লাগিয়ে ফেলে, পরে আমরা গাছ উঠিয়ে বীজ তলায় বীজ বপন করতে ট্রাক্টর নিয়ে গেলে বাঁধা সৃষ্টি করে মারধর শুরু করেল ফিরাতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান অনিক বলেন: আহতদের লোহা ও লাঠি জাতীয় কোনো বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে।

আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন শঙ্কামুক্ত। এ বিষয়ে পূ্র্বধলা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মাসুদ হাওলাদার বলেন: জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় এক বৃদ্ধ থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News