ইউপি সদস্য সোহাগ চৌধুরী (৩৬) কে বাড়ির সামনে রাস্তা একা পেয়ে অতর্কিতভাবে হামলা ও মারধরের ঘটনায় ফরিদ চৌধুরীকে প্রধান আসামি করে থানায় মদন থানায় একটি মামলা দায়ের করেছেন (ইউপি) সদস্য সোহাগ চৌধুরী নিজেই বাদী হয়ে।
এত করে ইউপি সদস্য সোহাগ মিয়া আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাক চিকিৎসা শেষ তাকে ভর্তি করেন।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে ফতেপুর রাম গোপালপুর গ্রামে।
এ ঘটনাটি ঘটিয়েছে একই এলাকার মৃত ধন মিয়া চৌধুরীর ছেলে ফরিদ চৌধুরী (৫০) ও তার ছেলে কুইন চৌধুরীর(২০) ও ঝুইন চৌধুরী (১৮)।
মামলার অভিযোগের আলোকে জানা যায়,গত( ৪ জুলাই) রোজ মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টার দিকে ফতেপুর রাম গোপালপুর গ্রামের মেইন রাস্তায় ওতর্কিতভাবে (ইউপি) সদস্য সোহাগ চৌধুরী কে হামলা করে মারধর করে তার সাথে থাকা ১৮ হাজার টাকা ও গলা একটি স্বর্ণের চেইন ছিল। যা ফরিদ চৌধুরীও তার ছেলেরা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ফতেপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার (শফি) তিনি বলেন বিষয়টি দুঃখজনক। একজন জনপ্রতিনিধিকে এভাবে রাস্তা অতর্কিত হামলা করাটা কোনভাবেই কাম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply