নেত্রকোনায় সড়কে ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী দীর্ঘ বছর ধরেও কাঁচা সড়ক পাকাকরণের দাবি জানিয়ে কোনো প্রতিকার হয়নি।
তাই ওই বেহাল সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোণাপাড়া পাঁচহার সড়কে ধান লাগিয়ে এমন অভিনব প্রতিবাদ করেন এলাকার দুইশতাধিক মানুষ।
বুধবার (৩ জুলাই) দুপুরে পাঁচহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ধান লাগিয়ে প্রতিবাদের পর মানবন্ধনও করেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় : স্বাধীনতার ৫২ বছর পরও এ এলাকায় যোগাযোগে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বারবার দাবি জানানো হলেও ইউনিয়নের কোণাপাড়া থেকে পাঁচহার বড়বাড়ী পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকা করা হয়নি।
সারা বছর সড়কটিতে কাদাপানি লেড়ে থাকে। দুর্ভোগ মাথায় নিয়েই এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়ত করে। বর্ষাকালে কোন যানবাহন চলা তো দূরে থাক সাধারণ মানুষ হেঁটে যেতে পারেন না।
প্রতিবাদে অংশ নেওয়া নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহিন জানায়, আমি প্রায় পাঁচবছর যাবৎ বর্ষাকালে কাদা পানিতে ভিজে এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এলাকার কোন জরুরি রোগী সময়মত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় না।
স্থানীয় মো: রফিক মিয়া বলেন: এই রাস্তাাটি নিয়ে আমরা ভীষণ কষ্টে আছি আমাদের আজন্ম পাপ এই গ্রামে জন্ম নিয়ে। বর্ষা এলে শুরু হয় আমাদের দুর্দিন। প্রায়ই জরুরি রোগী হাসপাতালে নিয়ে যেতে বিপাকে পড়তে হয়। রাস্তার বেহাল দশার কারণে আমাদের সন্তানরা বর্ষাকালে স্কুলে যেতে চায় না। নিত্য প্রয়োজনে আমরা হাট-বাজারে গেলে কাদাপানি পার হয়ে যেতে হয়। বর্ষাকালে এলাকায় কোন আত্মীয়-স্বজন আসতে চায় না।
আবু ছিদ্দিক মেম্বার বলেন: আমরা এই গ্রামটির কারণে খুবই অবহেলিত। কোন ভদ্রলোক আমাদের সাথে আত্ময়িতা করতে চায় যোগাযোগ ব্যবস্থার কারণে।কোনাপাড়া গ্রামের সুমন মিয়া বলেন: নির্বাচন আসলে নেতাদের মুখের বানিতে আমরা সন্তুষ্ট হই, কিন্তু নির্বাচন গেলে আর কেউ আমাদের খবর রাখে না।
আতিকুর রহমান বলেন: নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে আমাদের গ্রামের অনেক শিক্ষার্থী পড়ালেখা করে। কাদাযুক্ত রাস্তার কারণে অনেক সময় শিক্ষর্থীরা পিচলে পড়ে কাপড় নষ্ট করে বাড়িতে চলে আসে।
Leave a Reply