নেত্রকোনার বারহাট্টায় ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ,বৃহস্পতিবার ৩০জুন রাত ২:০৫ মিনিটের সময় বারহাট্টা থানার পাশেই আসমা ব্রিজের উপর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতাকৃত ইয়াবা ব্যবসায়ী মনির হাসান (২৩)নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাই করিমের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়: বৃহস্পতিবার (৩০ জুন) রাত ২:৫ মিনিটের সময় এসআই সুমন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসমা ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন: আটককৃত মনির হাসানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply