নেত্রকোনার মদন উপজেলা পৌর সদরের ৬ নং ওয়ার্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বাসভবনের পাশে গোবিন্দশ্রী ইউনিয়নের মিলাদ মিয়ার( ৫০) এর বাসায় (২৮ জুন) রোজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সময় ৩টার দিকে
খালি বাসায় পেয়ে সকল তালা ভেঙে চোর মাজু (২৫) নামের এক ব্যক্তি চুরি করে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে থাকে।
আটকৃত চোর মাজু (২৫) পৌরসভার ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গিরপুর গ্রামের সিকান্দর মিয়ার ছেলে।
চক্রের সদস্য মাজু একই রাতে পৌরসভা ফচিকা গ্রাম থেকে টাকা রাখার পিতলের একটি ব্যাংক ও বডি স্প্রে চুরি করে নিয়ে এসেছে স্বীকারোক্তি দেয়।
মদন পৌরসভায় অহরহ হচ্ছে চুরি এই চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী সুযোগ পেলেই বাসার জানালা দিয়ে চুরি করে। তালা ভেঙ্গে চুরি করে ।
ঈদের ছুটি পেয়ে লোকজন বাসা বাড়ি ছেড়ে যাওয়াটাই এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টা থানায় জানানোর পর মদন থানা এসআই মজিবুর রহমান চোর চক্রের সদস্য মাজু মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।
Leave a Reply