ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন হেলেঞ্চাহাটি গ্রামের মৃত আতিয়ার মল্লিক এর ছেলে মোঃ টিটন মল্লিক (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অভিযোগ সূত্রে জানা যায়: থানার উপ পরিদর্শক বিনয় বাড়ৈ তার সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ডিউটি চলাকালীন সময় ২৪ জুন শনিবার রাত অনুমান ০৯:৫০ মিনিটের সময় গোপন সংবাদ পায় যে,থানাধীন বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি সাকিনস্থ মাদ্রাসার মোড়ের দক্ষিণে টিটন মল্লিকের বসতবাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে
উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রাত অনুমান ১০:১৫ মিনিটের সময় ঘটনাস্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে উপরোক্ত মাদক ব্যবসায়ীকে তাহার বসত বিল্ডিংএর শয়ন কক্ষ হইতে গ্রেফতার করা হয়।ঘটনা স্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তাহার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ডান কোচড় হইতে নীল রংয়ের জীপারযুক্ত পলিথিনের মধ্যে রক্ষিত ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে রাত ১১:৪৫ মিনিটে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থায় জব্দ তালিকা মোতাবেক জব্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসিতেছে।
এ বিষয়ে থানার উপ পরিদর্শক বিনয় বাড়ৈ বাদী হয়ে
আলফাডাঙ্গা থানায় মামলা করেছে। মামলা নং-০৯,তারিখ- ২৫/০৬/২০২৩,ধারাঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) মোতাবেক।
তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,আমলী আদালত -৯, ফরিদপুর প্রেরণ করা হয়েছে।
Leave a Reply