বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

পূর্বধলায় ৬০০ গ্রাম হেরোইনসহ আটক ১

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬৮ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪। উদ্ধার করা হেরোইনের বর্তমান বাজার মুল্য ৬০ লক্ষ টাকা

শনিবার (২৪ জুন) রাত ২ ঘটিকার সময় র‍্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক, মুহিবুল ইসলাম খান এর নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার মহিষবেড় গ্রামস্থ মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হতে দূর্গাপুর গামী পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) নামের এক মাদক কারবারি কে গ্রেফতার করে। সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানী’র ছেলে।

ধৃত মাদক কারবারির কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন যার অবৈধ বাজার মূল্য অনুমান ৬০( ষাট) লক্ষ টাকা এবং একটি সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কারবারী চক্রের সদস্য হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেফতারকৃত মাদককারবারীকে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অপারেশন ও মিডিয়া অফিসার র‍্যাব-১৪, ময়মনসিংহ (সিনিয়র সহকারী পরিচালক) মোঃ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News