শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ‍্যোগে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আলমগীর কবির আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫৯ পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ ২৩ জুন শুক্রবার বিকালে কেক কাটার মধ‍্য দিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য এক র‌্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোনায়েম খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক খান আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম,সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস‍্য নুরুন্নবী প্রমূখ।

গৌরব,ঐতিহ‍্য,সংগ্রাম ও সমৃদ্ধ উন্নয়নে দেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বক্তারা তাদের বক্তব্যে বলেন,১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গালীর অধিকার ও সাধীকার আদায়ের প্রতিটি আন্দোলন ও নড়াই সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগ । মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। বাঙ্গালীর স্বপ্ন পূরণের সারথী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই থেকেছে বাঙ্গালী জাতির পাশে। এমনই মহান গৌরব ও ঐতিহ্যের উত্তরসূরী বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নানা চড়াই উৎরাই পার হয়ে স্রোতের প্রতিকুলে উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পরিশ্রম সাহস আর বুদ্ধিমত্তায় দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়েছেন সাফল্যের দোরগোড়ায় । তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা আজ বাঙ্গালী জাতির জন্য এক প্রত্যয়ের নাম। তাঁর সুযোগ‍্য নেতৃত্বেই বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ অর্জন করবে বলেও নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সকল বক্তাগণ তাদের বক্তব্যে বলিষ্ঠ কন্ঠে জোর দাবি রেখে আরোও বলেন,
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ আসন থেকে তারুন্যের উজ্জল নক্ষত্র আলফাডাঙ্গার গর্বিত কৃতিসন্তান ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আরিফুর রহমান দোলনকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ‍্য তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ব আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News