আলফাডাঙ্গায় স্ত্রী বিচ্ছেদে ২০ কেজি দুধ দিয়ে গোসল স্বামী মিজানুর মোল্লারফ,রিদপুরের আলফাডাঙ্গায় প্রেম করে বিবাহ করার ৯ মাস পরই বিচ্ছেদ হয়েছে প্রেমিক যুগলের শখের বিয়ে।
সরজমিনে গিয়ে উপজেলাধীন রুদ্রবানা গ্রামে গিয়ে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর একই গ্রামের ইলিয়াস মোল্লার দ্বীনমজুর ছেলে মিজানুর মোল্লা ও প্রতিবেশি মোশারফ মোল্লার কলেজ পড়ুয়া মেয়ে উভয়ে প্রেমের টানে ঘর ছাড়া হয়ে প্রেমিক যুগল ঘরছাড়া হয়ে পালিয়ে গিয়ে ছেলের এক আত্মীয় বাড়িতে গিয়ে মেয়ের পিতা মাতার মতের বিরুদ্ধে তাদের বিবাহ হয়।বিবাহের দু’মাস পর মেয়ে পক্ষ তাদের বিবাহ মেনে নেয়,প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন সূখেই চলছিল।
কিন্তু দু’মাস পরেই তাদের সংসারে কলহ শুরু হয়ে যায়। কারণ একটাই ছেলে অশিক্ষিত আর মেয়ে আইএ পাস করে ডিগ্রী তে লেখাপড়া করে। শিক্ষিত বউ হওয়ায় দরিদ্র কৃষক পরিবার তার মোটেও ভাল না লাগায় সংসারে কোন কাজ কর্ম করে না,ভাত রান্না করে ছেলের মা ছেলের বউকে সময় মতো খেতে না দিলেই শুরু হয় ঝগড়া বিবাদ।এ ভাবে কেটে যায় আরো কয়েকটি মাস।
অবশেষে বউ তার স্বামীর নিকট একটি শর্ত জুড়ে দেন সেটি হলো পিতামাতার সাথে একসঙ্গে থাকা যাবে না,তাকে নিয়ে সংসার করতে হলে পৃথক হয়ে খেতে হবে। বউয়ের শর্তের বিষয়টি স্বামী তার পিতামাতা কে জানালে ছেলের সূখের কথা চিন্তা করে তাদের কে পৃথক করে দেওয়া হয়।সেটিতে ও বউয়ের মণ ভরে না বরং সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে।এক পর্যায়ে মেয়ের পিতামাতা তার মেয়ে কে নিয়ে মাননীয় আদালতে যৌতুকের দাবিতে তাদের মেয়ে কে নির্যাতন করা হয় মর্মে মামলা করেন।
এ নিয়ে উভয় পরিবার গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিক বার আপোষ মিমাংসার চেষ্টায় সর্বশেষ আজ ২১ জুন বুধবার গ্রামের বাবর মেম্বারের বাড়িতে উভয় পক্ষ মিমাংসায় বসে উভয়ের মতামতে সিদ্ধান্ত হয়ে মেয়ে পক্ষ কে ১ লক্ষ টাকার বিনিময়ে যুগল প্রেমিকের দাম্পত্য জীবনের সম্পর্ক ৯ মাসের ব্যবধানেই সমাপ্তি ঘটে।
স্ত্রী বিচ্ছেদ হওয়ায় ২০ কেজি দুধ দিয়ে গোসলের বিষয়ে স্বামী মিজানুর মোল্লা কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেম করে কলেজ পড়ুয়া শিক্ষিত মেয়ে কে বিবাহ করা আমার জীবনে ভুল সিদ্ধান্ত ছিল,বিবাহের দু’মাসের মধ্যেই আমার স্ত্রী দ্বারা আমি ও আমার পিতামাতা অত্যন্ত নির্যাতনের স্বীকার হয়েছি।
আমার পিতামাতা আমার স্ত্রী দ্বারা অনেক কষ্ট পেয়েছে, আজ থেকে আমি ও আমার পিতামাতা মুক্ত হয়েছি।
এ কারণেই আমার পরিবার বউয়ের নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে আমি ও আমার পরিবার পাপ মুক্ত হয়েছি।
Leave a Reply