শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

আটপাড়ায় আইন শৃঙ্খলা সভা বয়কট করেন সকল ইউ.পি চেয়ারম্যান সদস্য 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৯৪ পঠিত

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ উপস্থিত হয়ে সভা বয়কট করে চলে যান।

জানা যায়: গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলাকালীন সময়ে উপস্থিত চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ খেলার মাঠে দর্শকদের উপস্থিতিতে মাইকের ব্যবহার করে অথর্ব ও গরু ছাগল বলে হেয়পতিপন্ন করায় আজ সকল চেয়ারম্যান সভা বয়কট করে চলে যান। এ ছাড়া আইন শৃঙ্খলা সভা শেষে সমন্বয় কমিটির সভায়ও চেয়ারম্যান উপস্থিত হন নাই।

এ ব্যাপারে ইউ.পি চেয়ারম্যান অখিল চন্দ্র দাস বলেন :গতকাল আমাদের সকল ইউ.পি চেয়ারম্যানগণকে নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ অথর্ব ও গরু ছাগল বলে আখ্যায়িত করায় আমরা আজ সভা বয়কট করেছি। এছাড়া ইউ.পি চেয়ারম্যান মো: শাহজাহান কবীর বলেন, আমরা আইন শৃঙ্খলা সভা বয়কট করেছি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় সাংসদ মহোদয়কে অবহিত করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News