নেত্রকোণা মদন পৌরসভার মদন বাজরে মনোহারি ব্যাসায়ি সুমন দে দোকানে গত বৃহস্পতিবার রাতে আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে মদন বাজারে বণিক সমিতি।
মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামের আল- আমিন এর ছেলে আপন গভীর রাতে দোকানে আগুন লাগিয়ে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে( ২০ জুন) মদন বাজারে বণিকদের উদ্যোগে মদন খালিয়াজুড়ি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাখালীন সময়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।
এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু সুরজিৎ চৌধুরী৷ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পৌর কাউন্সিল প্রাতনাথ বৈশ্যসজল,ঝলমল দাস,মোঃ মকুল মিয়া।মদন বাজার বণিক সমিতির সদস্য সংগ্রাম রায়। সুবোধ পাল।সুমন দে বলেন তার দোকানে প্রায় ৭ লক্য ৩৫ হাজার টাকা মালামাল পুড়িয়া ছাই হয়ে যায় বলে তাঁর দাবী।
পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ বলেন :
সুমন দে ক্ষয়ক্ষতির জন্য উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে ও মদন বাজারে ব্যাসায়িদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। দোষীদের বিচারের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply