নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিঘলা গ্রামে ফসলি জমির প্রধান সরকারি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে এই গ্রামের মৃত নাদিম খাঁর ছেলে আজিত খাঁ ও মৃত চাঁন মিয়ার ছেলে বাবু মিয়া।
রাস্তায় অবৈধভাবে কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করায় পানিতে তলিয়ে গেছে কালভার্টের পাশে থাকা প্রায় ১০টি পরিবার।
অন্যদিকে কালভার্ট বন্ধ করে দেওয়ায় একমুখী পানির চাপে প্রায় হাফ কিলোমিটার দূরে থাকা একটি সেতুসহ দুইটি পুরাতন কালভার্ট প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে বন্ধ থাকা এই কালভার্টের পাশে থাকা বাড়ি ঘর আরও নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়ভাবে কোনো সমাধান না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করবেন বলে জানিয়েছেন পানি বন্ধি মোঃ লাল চাঁন মিয়া।
স্থানীয় এক ব্যক্তি বলেন: আজিত খাঁ কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় আমাদের এলাকাবাসী পানিতে তলিয়ে যাবে। সকলেই আমরা কালভার্টটির মুখ খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আজিত খাঁ। আমরা স্থানীয় হিসেবে পানি থেকে ঘরবাড়ি রক্ষায় প্রশাসনের মাধ্যমে কালভার্টটির মুখ খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
লালাচঁন মিয়া বলেন : ফসলি জমির পানি যাওয়ার জন্য ওই কালভার্টটি প্রধান মুখ। কিন্তু সেটির মুখ বন্ধ করে দিয়ে ঘর তোলায় বড় ধরনের সমস্যায় পড়ে গেছে স্থানীয়রা। একই সঙ্গে পাশে থাকা দুইটি কালভার্ট ভেঙে পড়ার উপক্রম। আমরা প্রশাসনের মাধ্যমে দ্রুত সেই কালভার্টটির মুখ খুলে পানি যাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।
সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহসান সুমন বলেন : সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধের বিষয়টি আমি দেখেছি ওদের বলে এসেছি কালভার্টের মুখ পুনরায় খুলে দেওয়ার জন্য।
Leave a Reply