নেত্রকোনার মোহনগঞ্জের গ্রামীণ সড়কে অটোরিকশা উল্টে শহিলেশ চন্দ্র বিশ্বশর্মা (৬২) নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছেন।
শনিবার (১৭ জুন) সন্ধ্যার পর উপজেলার ভাটিয়া রুহুল আমিনের বাড়ির পাশের পাকা সড়কে ঘটে এই দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন : শহিলেশ করাচাপুর বাজার থেকে অটোরিকশাতে (মিশুক) করে আদর্শনগর বাজারে যাওয়ার পথে ভাটিয়া গ্রামে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে করচাপুর বাজারে নিয়ে যায়। এসময় সকল ফার্মেসী বন্ধ থাকায় স্বজনরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আত্নীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতের লাশ হস্তান্তর করা হয়েছে
Leave a Reply