জামাত বিএনপি”র আন্দোলনের নামে করা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনায় শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সামছুর রহমান লিটনের নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দলীয় কাযার্লয়ের সামনে শান্তি সমাবেশে জামাত বিএনপি’র করা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সামছুর রহমান (ভিপি) লিটন,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান,আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, হাবিবুর রহমান খান, অধ্যাপক ভজন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান,পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান রনিসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
Leave a Reply