নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক গত ২২/০৪/২০২৩ ইং নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তার ব্যবহৃত ফোনটি হারিয়ে গেলে নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে উল্লেখ করেন তাহার হারানো মোবাইলটি Samsung GALAXY S10 5G এবং মূল্য-৩০০০০/ টাকা। হারানো মোবাইলটি উদ্ধার করতে নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদের নির্দেশনা প্রদান করলে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আ ফ ম ফিরোজ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল টি উদ্ধার করেন।
অদ্য ১৮/০৬/২০২৩ ইং জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ হারানো মোবাইলটি প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অফিসার ইনচার্জ, নেত্রকোনা মডেল থানা উপস্থিত ছিলেন।
Leave a Reply