নেত্রকোণা জেলা পুলিশের জেলা গোয়েন্দা (পশ্চিম) কর্তৃক বিশেষ অভিযান চলিয়ে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন আশুজিয়া ইউনিয়ন হতে ১৬ জুন রাতে ৪২৫০ (চার হাজার দুইশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ৫,১০,০০০/-( পাঁচ লক্ষ দশ হাজার) এসময় দুইজনকে আসামীকে আটক করা হয় আসামীরা হলো (১)মোঃ রুমান মিয়া(২৭)পিতা-টিয়া চাঁন,সাং-শান্তিনগর,ওয়ার্ড-০৩ নেত্রকোনা পৌরসভা,থানা-নেত্রকোনা সদর।
(২)মোঃ রুবেল মিয়া(২৬),পিতা-মোহাম্মদ আলী সাং- দত্তগ্রাম,থানা-বারহাট্টা,জেলা-নেত্রকোনা, বর্ণিত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply