বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় ঈদ-উল আযহা উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও পশুর হাট ইজারাদারদের সা‌থে মতবিনিময় সভা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৯৩ পঠিত

পু‌লিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৩ উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কোরবানী পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পু‌লিশ সুপার ব‌লেন : পবিত্র-ঈদ-উল-আযহা উদযাপনে সমন্বিত সহযোগিতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জেলা পু‌লিশ,‌নেত্র‌কোণা।

এ সময় উপস্থিত ছিলেন : আবুল ফজল চৌধুরী, সহ-সভাপতি,নেত্রকোণা জেলা বাস মালিক সমিতি, নেত্রকোণা। আরিফ খান, সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বাস মালিক সমিতি,নেত্রকোণা, রণি মিয়া, কোষাধ্যক্ষ, নেত্রকোণা জেলা ট্রাক মালিক সমিতি, নেত্রকোণা, সুমন চৌধুরী পাভেল, সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা ট্রাক মালিক সমিতি, নেত্রকোণা।আব্দুল কুদ্দুস, নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন, নেত্রকোণা , মোঃ সাইফুল ইসলাম, নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন,নেত্রকোণা নেত্রকোণা জেলার বিভিন্ন কোরবানী পশুর হাটের ইজারাদার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার মহোদয় বেশ কয়েকটি নির্দেশনা দেন উলেক্ষ্য নির্দেশনাসমূহ হচ্ছে :
ফিটনেস বিহীন গাড়ী রাস্তায় নামানো যাবে না। সড়ক/রাস্তার উপর পশুর হাট বসানো যাবে না।রেজিস্ট্রেশন বিহীন গাড়ী রাস্তায় চলাচল করতে পারবে না। লাইসেন্স বিহীন চালক রাস্তায় গাড়ী চালাতে পারবে না। যাত্রীদের কোন প্রকার হয়রানী করা যাবে না, এবং যাত্রীদের টানাটানি করে বাসে উঠানো যাবে না। কোরবানী পশুবাহী যানবাহন থেকে কোন প্রকার চাঁদা উত্তোলন করা যাবে না।

কোন পশুর হাটে ভারতীয় গরু কেনাবেচা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানী পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে প্রতিটি পশুর হাটে নূন্যতম ০৫ (পাঁচ) জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা।পশুর হাটের বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।

পশু পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো যাতে পশুর হাটের কিছুটা দূরে ফাঁকা জায়গায় পার্কিং করা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

পশু বিক্রয়ের টাকা নিরাপদে আনয়নের জন্য পুলিশের সহায়তা চাইলে প্রয়োজনীয় নিরপত্তা প্রদান করা হবে। কোরবানী পশু হাটে নেয়ার সময় টানাটানি না করা।

সরকার নির্ধারিত রেটের চেয়ে বেশি হাসিল আদায় করা যাবে না। ঈদে যাত্রীদের নিকট থেকে বেশী ভাড়া নেয়া যাবে না। ঢাকা হতে আগত যাত্রীবাহী বাস রাস্তায় থামিয়ে চাঁদা উত্তোলন করা যাবে না। প্রতিটি কোরবানী পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন এবং টাকা গণণার স্থাপন নিশ্চিত করা।

সার্বক্ষণিক সেবা পেতে নেত্রকোণা জেলা পুলিশের জরুরী সেবা Hello SP 01320105099 নম্বরে যোগাযোগ করা। যানজন নিরসনকল্পে ট্রাফিক পুলিশের পাশাপাশি পরিবহন শ্রমিকদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News