আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খ্যাতিমান চিকিৎসক ফরিদপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি, বোয়ালমারী থানা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সদস্য,ফরিদপুর জেলা শাখার বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি,বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ডা:গোলাম কবির।
আজ শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ডাঃ গোলাম কবীর বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ছাত্রাবস্থায় আমি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযোদ্ধা শেষে বঙ্গবন্ধুর আশির্বাদ নিয়ে আমি চিকিৎসা শাস্তের উপর উচ্চ শিক্ষা নিতে রাশিয়াতে যাই। সেখান থেকে দেশে ফিরে আমি সরকারি চিকিৎসা সেবায় আত্ম নিয়োগ করি। চিকিৎসা জীবনে আমি বিভিন্ন
জেলায় সিভিল সার্জন এবং সর্বশেষ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কৃতিত্ত্বের সহিত পরিচালকের দায়িত্ব পালন করি। দেশের মানুষের স্বাস্থ্য সেবার পাশাপাশি আমি বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী এবং সামাজিক সংগঠনে যুক্ত হয়ে রাজনৈতিক ভাবে আমি আমার এলাকার মা মাটি মানুষের সেবা করে আসছি। আমার অবদানেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একশত শয্যায় উন্নীত হয়েছে। আমি বোয়ালমারীতে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।
তিনি আরও বলেন,আমি মুজীব আদর্শের একজন খাটি আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া আমার পিঠে বিধৃত আছে।
সে কারণে বঙ্গবন্ধুর স্নেহধন্য হিসাবে তাঁরই সুযোগ্য তনয়া মাননীয় নেত্রী শেখ হাসিনার নিকট আমার দাবী আগামী নির্বাচনে ফরিদপুর -১ আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেন। এ জন্য আমার নেত্রী মানবতার মা,মাননীয় নেত্রী জননেত্রী হাসিনা ও আমার প্রিয় জনপদ ফরিদপুর -১ আসনের আপামোর জনসাধারণের এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সময় ডাঃ গোলাম কবীরের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মহিউদ্দিন মোল্লা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এডভোকেট কোরবান আলী প্রমূখ।
এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply