বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের দাফন সম্পন্ন  

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩১ পঠিত

জামালপুরের বকশিগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও গোমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে তাঁর গ্রামের বাড়ি নীলক্ষিয়া ইউনিয়নে গোমেরচরে পারিবারিক কবরস্থানে দাদা দাদীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। জানাজায় জেলাসহ বিভিন্ন স্থানের সাংবাদিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায় : গত বুধবার রাত ১০ টার দিকে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু’র সন্ত্রাসী বাহিনীরা,মৃত ভেবে অচেতন নাদিমকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাংবাদিক নাদিমকে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে মারা যায় সে।

সাংবাদিক নাদিমকে আক্রমনের ঘটনার সিসি টিভি ফুটেজ চেক করে ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে বলে জানানিছে পুলিশ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News