দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নেত্রকোণা জেলা প্রতিনিধি জিয়াউর রহমানের বাবা আব্দুর রাজ্জাক হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বুধবার (১৪ জুন) দুপুর দেড়টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুন্ডুলী গ্রামে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন।
জিয়াউর রহমান বলেন: বার্ধক্যজনিত কারণে বাবা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হন। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জিয়াউর রহমানের বাবার মৃত্যুতে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার এবং যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply