স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নিরাপদ খাদ্য আইন সহ নানা দিক তুলে ধরেন,জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার,অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান খান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন,প্যানেল মেয়র এস এম মহসীন আলম,নারী প্রগতী সংঘের নেত্রকোনা ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীসহ অন্যান্যরা
Leave a Reply