ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় আগামী ১৮ জুন দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
বিষয়টি প্রচারে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে এক ওয়ারিন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আধুনিক সদর হাসপাতাল ইপিআই ভবনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ লৌহের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান খানসহ আরো অনেকেই।
এ সময় অতিরিক্ত সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮ জুন জেলার ১০ উপজেলায় ২ হাজার ১শ ৪২টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর জেলায় ৩ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।সেই সাথে শিশুদের করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান করা হবে।
Leave a Reply