নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের অভিযান পরিচালনা করে দূর্গাপুর পৌরসভাধীন উৎরাইল বাজার থেকে কভার্ডভ্যানসহ ১০২ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় : আজ ১২ জুন সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে শহিদুল ষ্টোরের সামনে দুর্গাপুর টু শ্যামগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর হইতে একটি কভার্ডভ্যানসহ ১০২ (একশত দুই) বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় যাহার বাজার মূল্য প্রায় সর্বমোট ২৪,০০,৮০০/- (চব্বিশ লক্ষ আটশত) টাকা।
এসময় ০৩ জন আসামীকে আটক করা হয়। আসামীরা হল, মাগুরা জেলার খলিলুর রহমানের ছেলে খালিদুর রহমান টিটু (২৬), একই জেলার নবীয়ার মুন্সির ছেলে তসলিমুর রহমান সিকলো (৩৮), অন্য জন হলো মাদারীপুর জেলার মৃত: আরজ আলীর ছেলে সাগর ইসলাম মনির (৪২) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply