গুগল ম্যাপে নেত্রকোনা জেলা দেখতে গেলে যে নদীটি বারবার আপনার চোখে পড়বে সেটির নাম মগড়া নদী কালের আবর্তে কালীগঞ্জ থেকে নাটেরকোনা হয়ে এখনকার নেত্রকোনার প্রাণ এই শহর ও মগড়া নদী।
নেত্রকোনার ইতিহাস ঘাটলে দেখা যায় ছোট বড় প্রায় পঞ্চাশোর্ধ নদী বিধৌত নেত্রকোনা জেলার মধ্যে শহর পেঁচিয়ে রয়েছে এই মগড়া। এক সময় বড় বড় বানিজ্যিক নৌকা ভীড়তো এই শহরেই গড়ে ওঠা কালীবাড়ি ঘাটে। পাকিস্তান আমলে এই কালীবাড়ি ঘাটের কাছেই এখনকার থানার মোড়ে প্রতিষ্ঠিত হয় থানা ঘাট।
সেই কালী মন্দির আর কালীবাড়ি মোড় থাকলেও এখন আর সেই ঘাটটি নেই। বলা হয় এক সময়ের হিন্দু অধ্যুষিত নেত্রকোনা জেলাটির কালীগঞ্জ নামকরণটি এই কালীবাড়ি থেকেই হয়েছিল মুরুব্বিদের সাথে আলাপকালে একবার জেনেছিলাম সমাবেশে যোগ দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নদীতে নৌকায় করে পৌঁছেছিলেন এই নেত্রকোনায়।
এক চাকুরিজীর সাথে কথা বললে তিনি বলেন : বেসরকারি থেকে শুরু করে সরকারি চাকুরিতে প্রায় সাড়ে দশ বছর নেত্রকোনা থাকার সুযোগ হয়েছে আমার মগড়া নদীর শতাধিক প্যাঁচ থাকলেও এখানকার মানুষের মধ্যে অতো প্যাঁচ নেই।
নিচে ডান দিকের যে কোনায় কালীবাড়ি মন্দিরটি দেখা যাচ্ছে সেখানে ছিলো কালীবাড়ি ঘাট। যে ব্রীজটি দেখতে পাচ্ছেন সেটি থানার মোড়ের ব্রীজ এবং সেখানেই ছিলো থানা ঘাট। মগড়া নদীকে তো দেখতেই পাচ্ছেন।
Leave a Reply