নেত্রকোণার আটপাড়ার উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সোমবার।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আটপাড়া উপজেলা পরিষদের হলরুমে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ২ জন৷ উপজেলা ক্রীড়া সংস্থার মোট ভোটার সংখ্যা ৪৪ জন। একজন ভোটার ১টি পদের জন্য ভোট দেবেন।
ভোটাররা সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন: উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান খান নন্দন, অপরদিকে প্রার্থী হয়েছেন বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত ।
এ ব্যাপারে জানতে চাইলে দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাছুদ করিম সিদ্দিকী জানান সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী
মোতায়েন থাকবে
Leave a Reply