সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

টাকার অভাবে আগুনে দগ্ধ বাচ্চাটির চিকিৎসা প্রায় বন্ধ : মানবিক সাহায্যের আবেদন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬০ পঠিত

আগুনে দগ্ধ হয়ে যাওয়া বাচ্চাটির ওষুধের টাকার জন্য এক অসহায় বাবার মানবিক সাহায্যের আবেদন,মারিয়া বাচতে চাই “মানবিক সাহায্যের আবেদন আল্লাহ ওয়াস্তে সামান্য কিছু দান করলেও বেচে যাবে একটা নিষ্পাপ শিশু

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মারিয়া(৭)সে সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী,সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুহাম্মদ সুফিয়ান এর ১ম কন্যা।

মেয়েটির বাবা বলেন : গত কিছুদিন আগে চুলার আগুনে দগ্ধ হয়ে শরীরের ১৬ শতাংশ পুড়ে যায়,এ পর্যন্ত দুই লক্ষ টাকা খরচ হলেও যার অধিকাংশ টাকা যোগান দিয়েছেন গ্রামবাসী ও আত্নীয় স্বজনরা কিন্তু জন প্রতিনিধিদের দারস্ত হয়েও পাইনি পর্যাপ্ত সহায়তা।

মারিয়ার চিকিৎসা করাতে এখনও ৬ লক্ষ টাকার প্রয়োজন, টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম,আপনার মানবিক সাহায্য মারিয়ার জীবন বাচাতে খুবই প্রয়োজন।

মেয়েটির এমন অবস্থা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না নিউটা লিখছি আর ভাবছি মানুষ এমন পোস্ট দেখলে কেন যেন কেউ রেসপন্স করে না… লাইক বা স্যাড ইমো দিয়ে চলে যায় … অথচ ১০০০০ মানুষও যদি ১০০ টাকা করে দিতেন, ১০ লক্ষ টাকা উঠে যেতো … ১০০ টাকা কি খুব বেশি?

দয়া করে এগিয়ে আসুন ১০০,২০০,৫০০,১০০০,৫০০০ সামর্থ্য অনুযায়ী দান করুন … একদিন হয়তো আমার দরকার হতে পারে, আপনার দরকার হতে পারে … সেদিনও অন্যরা এগিয়ে আসবে !! মারিয়ার জন্য সবাই সাহায্য জন্য এগিয়ে আসুন৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের ৫ম তলায় চাইল্ড ওয়ার্ডে মারিয়া ভর্তি আছে কেও যদি দেখে আসতে চান, প্লীজ গিয়ে দেখে আসুন।

টাকার অভাবে বর্তমানে তার ওষুধ ও চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে।

সাহায্য পাঠানোর জন্য :

মাওলানা মুহাম্মদ সুফিয়ান

সুলতানপুর, কয়া, কুমারখালী ।

বিকাশ পার্সোনাল নাম্বার – 01820859521

নগদ পার্সোনাল নাম্বার – 01820859521

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 Daily Netrakona News